রাঙ্গামাটিতে কঠিন চীবর দান উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা
শুভ কঠিন চীবর দান ২০২৪ পালনের লক্ষ্যে মতবিনিময় সভা সোমবার (৭ অক্টোবর) দুপুরে ১টায় জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলা প্রশাসক মোশাররফ হোসেন খান বলেন, কঠিন চীবর দান উৎসব সুষ্ঠু সুন্দর জাঁকজমকপূর্ণ ভাবে পালনে প্রতিবছর যেভাবে নিরাপত্তা ব্যবস্থা থাকে। এবারও কঠিন চীবর দান উৎসব পালনে নিরাপত্তাটাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে যেন খুব সুন্দরভাবে অনুষ্ঠানটাকে করতে পারি। নিরাপত্তার বিষয় নিয়ে কোন আপোষ করা হবে না।
সচেতন নাগরিক কমিটির সদস্য নিরূপা দেওয়ান বলেন, প্রতিবছর কঠিন চীবর দান উৎসব সুষ্ঠুভাবে পালনে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সন্তোষজনক। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থায় আস্থা রয়েছে।
সভায় এসময় জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ, মেজর তাজদিক, মৈত্রী বিহারের সম্পাদক পূর্ণ চন্দ্র দেওয়ান, আনন্দ বিহারের সম্পাদক অচিরাংশু চাকমা, রাজবন বিহারের সাধারণ সম্পাদক অমিয় খীসা রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, বাঘাইছড়ি বনবিহার সভাপতি রাজেশ দেওয়ান, সচেতন নাগরিক কমিটির সদস্য নিরূপা দেওয়ান, সহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শুরুর আগে রাঙামাটির জেলা প্রশাসক মহোদয় জেলার বৌদ্ধ ভিক্ষু সংঘের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন এবং কঠিন চীবর দান উৎসব উদযাপনের জন্যে অনুরোধ জানান। তারা যেন নিরাপদে উৎসবটি পালন করতে পারে সেজন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নিশ্চয়তা দেন জেলা প্রশাসক মহোদয়।
বৈঠকে জেলার বৌদ্ধ ভিক্ষু সংঘের প্রতিনিধিরা সময় চেয়ে বলেন, তিন পার্বত্য জেলার সবাই মিলে সিদ্ধান্তটা নিয়েছি। তাই আমাদের একা এখানে সিদ্ধান্তটা দেওয়া সম্ভব না।
গত রবিবার (৬ অক্টোবর) দুপুরে রাঙামাটি বনরূপা মৈত্রী বিহারে সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে তিন পার্বত্য জেলায় কঠিন চীবর দান উদযাপন না করার সিদ্ধান্ত জানিয়েছিল তিন পার্বত্য জেলার ১৫টি বৌদ্ধ ভিক্ষু সংঘের প্রতিনিধিরা। এতে একাত্মতা ঘোষণা করেছেন রাঙ্গামাটি রাজবন বিহারও।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন