রাঙ্গামাটিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

দীর্ঘ ২৭ বছর পর আবারও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে পার্বত্য জেলা রাঙামাটিতে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৩টায় চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে ও রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহযোগিতায় এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।
উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান, রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্ণেল জুনায়েদ উদ্দিন শাহ চৌধুরী, পুলিশ সুপার ডঃ এস এম ফরহাদ হোসেন চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি এ্যাড.মামনুর রশিদ মামুন।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন রাঙ্গামাটি জেলা টীম বনাম বান্দরবান জেলা টীম।
উল্লেখ্য টুর্নামেন্টে অংশ নিবেন চট্টগ্রাম, তিন পার্বত্য জেলা, নোয়াখালী, কুমিল্লাসহ বিভাগের ১১ টি জেলা দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। দলগুলো দুটি জোনে ভাগ হয়ে রাঙ্গামাটি ও কুমিল্লা ভেন্যুতে খেলবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন