রাঙ্গামাটিতে পার্বত্য কাব্য সপ্তম সাহিত্য উৎসব উদযাপন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/wre.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পিংকি আক্তার, (রাঙ্গামাটি): রাঙামাটিতে পার্বত্য কাব্য সাহিত্য উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাঙ্গামাটি সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত সাহিত্য উৎসবে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দেশ জগত পত্রিকার গবেষক ও সম্পাদক কবি মাহমুদুল হাসান নিজামী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক ড. আজাদ বুলবুল, প্রথম আলোর বার্তা সম্পাদক কবি ও সাংবাদিক ওমর কায়সায়, কবি ও সংগীত শিল্পী পলক রহমান, গল্পকার ও সংগীত শিল্পী লিজি আহমেদ, রাঙ্গামাটি শিল্পকলা একাডেমীর অবসরপ্রাপ্ত জেলা কালচারাল অফিসার মুজিবুল হক বুলবুল উপস্থিত ছিলেন।
পার্বত্য কাব্য এর প্রধান উপদেষ্টা বাংলাদেশ বেতার গীতিকার হাসান মনজু, পার্বত্য কাব্য সপ্তম সাহিত্য উৎসব উদযাপন কমিটি সদস্য সচিব রেজাউল করিম, পার্বত্য কাব্য সপ্তম সাহিত্য উৎসব উদযাপন কমিটি’র আহবায়ক মলয় ত্রিপুরা কিশোর, পার্বত্য কাব্য সপ্তম সাহিত্য উৎসব উদযাপন কমিটি উপদেষ্টা রোকসানা সুখী সহ দেশের বিভিন্ন জেলার কবি সাহিত্যিক গণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন কবি, সাহিত্যিকরা আছেন বলে পৃথিবী এতো সুন্দর লাগে। তাদের লেখা পড়ে মানুষ তাদের সুপ্ত চিন্তাভাবনা বিকশিত করে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন