রাঙ্গামাটিতে সাংবাদিকের বিরুদ্ধে চাদাবাজীর অভিযোগ
রাঙ্গামাটিতে ইংরেজি দৈনিক ‘ডেইলি অবজারভার’ এর প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমনের বিরুদ্ধে চাদাবাজীর অভিযোগ উঠেছে।
শাওন নামের এক কাঠ ব্যবসায়ীর কাছ থেকে তিনি এ চাদা দাবী করেন।
শাওনের সাথে তার কথোপকথন সামাজিক মাধ্যমে প্রকাশ হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ফাস হওয়া অডিও তার বলে স্বীকার করেন ইমন। তবে চাদা দাবীর অংশটি এডিট করে বসানো বলে তার দাবী।
ইতোপূর্বে বিটিভি রাঙ্গামাটি জেলা প্রতিনিধি জাহেদা বেগমের বিরুদ্ধে মানহানীকর অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছিল ইমনের বিরুদ্ধে। সে ঘটনায় জাহেদা বেগম কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি ও করেন।
অভিযোগের প্রেক্ষিতে ইমনকে নবগঠিত রাঙ্গামাটি প্রেসক্লাব হতে অব্যাহতি দেয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন