রাজগঞ্জে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ছাত্রলীগ কর্মী নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/07/Polish_20230713_205041419-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় কুকুরের সাথে সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে নাঈম হোসেন (২০) নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরের দিকে উপজেলার রাজগঞ্জ এলাকার নেংগুড়াবাজারের দিকে যাওয়া পথে চালুয়াহাটি গ্রামের দফাদারপাড়ার রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রলীগ কর্মী নাঈম উপজেলার রাজগঞ্জ এলাকার চালুয়াহাটি গ্রামের তরিকুল ইসলাম সানার ছেলে। সে চালুয়াহাটি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য।
জানাগেছে- এদিন দুপুরের দিকে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নেংগুড়াবাজারের দিকে যাচ্ছিল নাঈম। এসময় চালুয়াহাটি গ্রামের দফাদারপাড়া নামকস্থানে পৌছালে কুকুরের সাথে ধাক্কা লাগে চলন্ত মোটরসাইকেলের। ঘটনাস্থলেই নাঈম মোটরসাইকেল থেকে পড়ে যেয়ে মারাত্মক আহত হয়। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে নাঈমের অবস্থার অবনতি হলে, হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে, ঢাকায় নেওয়ার পথে নাঈমের মৃত্যু হয়।
চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার ছাত্রলীগ কর্মী নিহত হওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন