রাজগঞ্জে পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের ১ম মৃত্যু বার্ষিকী পালন
স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক নিরাপত্তা বজায় রেখে, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয়পর্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে রাজগঞ্জে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠের সামনে, চালুয়াহাটি ইউনিয়ন জাতীয়পার্টির আয়োজনে উক্ত অনুষ্ঠান পালিত হয়।
অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে ঝাঁপা ইউনিয়ন জাতীয়পার্টির অন্যতম নেতা আলহাজ্ব আব্দুল আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা যুবসংহতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম টিটো, চালুয়াহাটি ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি মাহাবুবুর রহমান, মশ্বিমনগর ইউনিয়ন কৃষক নেতা মিজানুর রহমান, শহিদুল ইসলাম, লিটন হোসেন, ছাত্র সমাজের নেতা কাফি, নাঈম, তন্ময়, তুফান, ইউছুপ, আজিজুর, ইমরান প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন