রাজগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
হেলাল উদ্দিন : দেশব্যাপী আওয়ামীলীগের হরতাল আহ্বানের প্রতিবাদে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজগঞ্জে বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ ঝাঁপা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. আব্দুল মোতালেব গাজী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্যে দেন ও উপস্থিত ছিলেন- ঝাঁপা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. কফিল উদ্দিন আহমেদ, বিএনপি’র নেতা আফসার উদ্দিন, জমশেদ আলী, মাস্টার ওয়াজেদ আলী, শাহিদুজ্জামান পুতুল, আকবার আলী, কবির হোসেন, সাবেক মেম্বার আলাউদ্দিন, মাস্টার শাহাবুদ্দিন, মাসুদ হোসেন, কামরুজ্জামান, বাবু, রেজাউল করিম, আব্দুল ওহাব, রফিকুল ইসলাম, ঝাঁপা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন