রাজধানীতে অজিফা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য বিতরণ
চলতি করোনা সঙ্কট দরিদ্র মানুষের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে মন্তব্য করে বাংলাদেশ ন্যাপ’র কেন্দ্রীয় নেতা ও জাতীয় কৃষক-শ্রমিক মুক্তি আন্দোলনের সমন্বয়ক কৃষক মো. মহসীন ভুইয়া বলেন, চলমান করোনায় দরিদ্র মানুষগুলো দুর্ভোগ আরও বাড়তে পারে। এই অবস্থায় অভাবী মানুষের জন্য এখন জরুরি দরকার হয়ে পড়েছে খাদ্য। দরিদ্র মানুষগুলোর পাশে সরকার ও সমাজের বিত্তবান মানুগুলোর উচিত সামর্থ্য অনুযায়ী দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।
শনিবার (৮ মে) রাজধানী ঢাকায় অজিফা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে পথশিশু, প্রান্তিক শ্রমিক ও অসহায় ভাসমান গরীবদের মাঝে খাবার ও পানীয় জল বিতরণ কালে এসব কথা বলেন।
এসময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমদ তোফায়েল তপু’র নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন সেলিম আহমদ ও এনামুল হক।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন