রাজধানীতে স্বামীর মৃত্যু স্ত্রীর ছুরিকাঘাতে
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/11/মৃত্যু-লাশ-মরদেহ.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
রাজধানীতে পারিবারিক কলহের কারনে স্ত্রী সুমাইয়ার ছুরির আঘাতে আহত স্বামী শাওন টেডা (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া।
তিনি জানান, বুধবার রাত ৮টার দিকে বনানীর সাত তলা বস্তি এলাকার একটি বাসায় পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী সুমাইয়া স্বামী শাওনকে ছুরি দিয়ে আঘাত করে। পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দিনগত রাত দেড়টার দিকে মারা যান শাওন।
জানা গেছে, নিহত শাওন পটুয়াখালী সদর উপজেলার একটি গ্রামের বাসিন্দা। তিনি সাত তলা বস্তিতে স্ত্রী সুমাইয়াকে নিয়ে থাকতেন। পেশায় ছিল মিনি ট্রাক চালক।
এদিকে শাওনের চাচাতো ভাই কবির হোসেন গণমাধ্যমকে জানান, গ্রামের বাড়িতে শাওনের এক ছেলে ও স্ত্রী রয়েছে।
গত ১০ মাস আগে প্রেমের সম্পর্কে সে দ্বিতীয় বিয়ে করে। এরপর থেকে কারো সঙ্গে তেমন যোগাযোগ ছিল না।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন