রাজবাড়ী এক বস্তা নকল উদ্ধার, ১৬ শিক্ষার্থী বহিষ্কার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/05/SUNP0043-640x360.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
রাজবাড়ীর বালিয়াকান্দি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ইংরেজী পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে ১৬ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর রহমান আশিক অসদুপায় অবলম্বনের দায়ে তাদের বহিষ্কার করেছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর রহমান আশিক জানান, বালিয়াকান্দি কলেজ কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ইংরেজী পরীক্ষা চলছিল। পরীক্ষার কক্ষে প্রবেশ করেই দেখতে পাই অসদুপায় অবলম্বনের মহোৎসব চলছে। এ সময় এক বস্তা নকল ও বেশ কিছু মোবাইল ফোন জব্দ করে ১৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন