রাজশাহী থেকে ঢাকাগামী ট্রেনে নবজাতকের জন্ম
দুপুরে রাজশাহী থেকে ঢাকাগামী ট্রেন সিল্কসিটি এক্সপ্রেসে এক নবজাতকের জন্ম হয়েছে। মা ও শিশু দু’জনই সুস্থ আছেন বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এরই মধ্যে রেলওয়ে হাসপাতালের অ্যাম্বুল্যান্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের পাঠানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানান, শুক্রবার (৬ মে)রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে নবজাতকের মা পারুল একাই ঢাকায় আসছিলেন। পথিমধ্যে মা পারুলের প্রসব যন্ত্রণা শুরু হলে শিশুটিকে জন্মদানে সহযোগিতায় করেছেন রেলওয়ের যাত্রীরা।
এদিকে, শিশুটির বাবা টিটু ঢাকা রেলওয়ে স্টেশনে মা ও শিশু ছেলেকে গ্রহণ করবেন।
রেলওয়ে হাসপাতালের ডা. রিপন দাস ও শওকত জামির মোহসী, ডিসিও ঢাকা- সার্বক্ষণিক তদারকি ও তাদের খোঁজখবর রাখছেন বলে জানা গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন