রাজশাহীতে প্ল্যাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থীর নিহতের প্রতিবাদে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজশাহীতেও বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে তারা নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধনও করেন।
বৃহস্পতিবার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ বিক্ষোভ ও মানববন্ধন শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত চলে।
এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী, এদিন সকাল ১০টার দিকেই জিরোপয়েন্টের রাস্তায় জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। হাতে নানা প্ল্যাকার্ড নিয়ে তারা বিক্ষোভ করতে থাকেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজট দেখা দেয় নগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার জিরোপয়েন্টসহ আশপাশের সড়কগুলোতে।
এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পরে শিক্ষার্থীরা মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধন শেষে তারা আবার বিক্ষোভ করতে থাকেন। দফায় দফায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজশাহী মহানগরীর বিভিন্ন সড়কেও।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, রাজশাহী স্কুল-কলেজের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন। অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান পুলিশের এ সিনিয়র সহকারী কমিশনার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন