রাণীনগরে শেখ রাসেল দিবস উদযাপন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/10/Raninagar-Pic-18-10-232-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নওগাঁর রাণীনগরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে। রাণীনগর উপজেলা প্রশাসন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে ১৮ অক্টোবর বুধবার এই দিবসটি উদযানপ করে।
এদিন সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে র্যালী বের করা হয়। এরপর র্যালী শেষে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ এবং দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু,থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা, ফায়ার সার্ভিস দপ্তরের কর্মকর্তা,মুক্তিযোদ্ধা,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন