রান আউটে ভাঙল পাকিস্তানের ওপেনিং জুটি
একটা ভুল বোঝাবুঝিতে অনেক মূল্য দিতে হয়। তেমনই এক ভুল বোঝাবুঝিতে আউট হয়ে গেলেন পাকিস্তানের ওপেনার আজহার আলী। দারুণ এক জুটি গড়ে যখন ফাখর জামান আর আজহার আলী পাকিস্তানকে বড় একটি স্কোরের দিকে নিয়ে যাচ্ছিলেন, যখন ভারতীয় বোলাররা দুই ওপেনারের জুটিতে ভাঙন ধরানোর মতো বলই করতে পারছিলেন না, তখন যেন ইচ্ছা করেই উইকেটটা ছুড়ে দিয়ে আসলেন আজহার।
২৩ ওভারে ওপেনিং জুটিতে উঠল ১২৮ রান। এরপরই রবিচন্দ্র অশ্বিনের করা দলীয় ২৩তম ওভারের শেষ বলে, স্কয়ার লেগে ঠেলে দিয়েই একটি রানের জন্য দৌড় দেন আজহার। বল ফিল্ডার জসপ্রিত বুমরাহর হাতে। এ কারণে ফাখর জামান কোনো সাড়া দিলেন না। আজহার আলি ততক্ষণে পৌঁছে গেলেন নন স্ট্রাইকিং প্রান্তে। বুমরাহ বল ধরেই ফেরত পাঠালেন ধোনির হাতে। মুহূর্তেই ভেঙে গেল উইকেট। ৭১ বলে ৫৯ রান করে আউট হয়ে গেলেন আজহার আলী। ভাঙলো পাকিস্তানের দৃঢ়তাপূর্ণ ওপেনিং জুটি।
এর আগে যেভাবে পাকিস্তান ব্যাট করছিল তাতে টস হেরে ফিল্ডিং নেয়াটা কী ভুল হলো বিরাট কোহলির জন্য! ভারতীয়রা হয়তো এখন এ হিসাব-নিকাশই শুরু করে দিয়েছিল। কারণ খেলা প্রায় ২০-২২ ওভার পার হওয়ার পরও পাকিস্তানের একটি উইকেটও ফেলতে পারেনি ভারতীয় বোলাররা। ওপেনিং জুটিতে চিড় ধরাতে পারলো না।
লন্ডনের কেনিংটন ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেছেন দুই পাকিস্তানি ওপেনার আজহার আলি এবং ফাখর জামান। যদিও একবার ফাখর জামান নো বলের সৌজন্যে জীবন পেয়েছিলেন। এছাড়া পাকিস্তানি ব্যাটসম্যানদের বিপদে ফেলার মত বলই করতে পারেনি ভারতীয় বোলাররা।
টান টান উত্তেজনাপূর্ণ চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টে ফাইনালে আজহার আলি এবং ফাখর জামানের ব্যাটে ২০ ওভার শেষে পাকিস্তানের রান কোনো উইকেট না হারিয়ে ১১৪। দুই ওপেনারই পৌঁছে গেছেন হাফ সেঞ্চুরির মাইলফলকে।
এরপরই ২৩তম ওভারে এসে ভাঙে পাকিস্তানের ওপেনিং জুটি। এ রিপোর্ট লেখার সময় পাকিস্তানের রান ২৫.২ ওভারে ১ উইকেট হারিয়ে ১৪৪। ফাখর জামান রয়েছেন ৭১ রানে অপরাজিত। তার নতুন সঙ্গী বাবর আজম রয়েছেন ১ রানে। রান তোলার গড় ৫.৬৮ করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন