রাবিয়া বসরী মেধার লেখা দু’টি কবিতা
সাদা বকের দল
—রাবিয়া বসরী মেধা
মাছের লোভে মাঝ নদীতে
সাদা বকের দল,
ডানা মেলে উড়ে বেড়ায়
ছুঁয়ে নদীর জল।
সারি বেঁধে মজা করে
উদর ভরে খায়,
খাওয়া শেষে হাওয়ায় উড়ে
দূর আকাশের গায়।
নাই তো ওদের ঠিকানা যে
নেই আপন বাড়ি,
ইচ্ছেমতো যেথাসেথা
দেয় ওরা পাড়ি।
*******
রূপের দেশ
—রাবিয়া বসরী মেধা
সবুজ-শ্যামল ঘেরা মোদের
সোনার বাংলাদেশ,
মন জুড়ানো দৃশ্য তাহার
রূপের নাই যে শেষ।
এঁকেবেকে নদী চলে
মাঝে যায় খেয়া,
রোজ বিহনে ডাকে পাখি
কোকিল আর টিয়া।
গাছে আছে নানা রঙের
ফুল-ফলে ভরা,
মন কেড়ে যায় পাহার ঘেঁষে
অপূর্ব ঝর্ণাধারা।
দ্বাদশ শ্রেণি,জাহেদা খাতুন গার্লস স্কুল এন্ড কলেজ রংপুর।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন