‘রাশিয়াকে অতি গোপনীয় তথ্য দিয়েছেন ট্রাম্প’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট সম্পর্কে অতি গোপনীয় তথ্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে প্রদান করেছেন। গত সপ্তাহে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে বৈঠককালে ট্রাম্প এ তথ্য দিয়েছেন। সোমবার দুই কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে।
ওই কর্মকর্তারা জানিয়েছেন, ঘনিষ্ঠ এক মিত্র দেশ ইসলামিক স্টেটের অভ্যন্তরীণ বিষয়ে অতি গোপনীয় তথ্য যুক্তরাষ্ট্রকে দিয়েছিল। এই তথ্য অন্য কোনো দেশের সঙ্গে আদান-প্রদানের অনুমতি দেয়নি ওই দেশ। ট্রাম্প রাশিয়াকে এই তথ্য প্রদানের মাধ্যমে গোয়েন্দা নীতির লঙ্ঘন করেছেন। ট্রাম্পের বৈঠক শেষে মার্কিন কর্মকর্তারা ক্ষতি পুষিয়ে নিতে দ্রুত সিআইএ ও এনএসএ’কে বিষয়টি অবহিত করেন।
এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, এটা ছিল কোড করা তথ্য। আমরা আমাদের মিত্রদের যতটুকু তথ্য দেই, ট্রাম্প রাশিয়াকে তার চেয়ে বেশি তথ্য প্রদান করেছেন।’
এদিকে হোয়াইট হাউজ জানিয়েছে, ওয়াশিংটন পোস্টে যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার বলেছেন, ‘আজ রাতে (সোমবার) যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তা মিথ্যা। ওই সময় গোয়েন্দা তথ্য বা পদ্ধতি আলোচনা হয়নি। জনগণের সামনে প্রকাশ করা হয়নি এমন কোনো সামরিক অভিযানের তথ্য প্রেসিডেন্ট প্রকাশ করেননি। ওই সময় আমি উপস্থিত ছিলাম। এটা হয়নি।
হোয়াইট হাউজ পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের একটি বিবৃতিও প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, বৈঠকে সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমের ওপর আলোকপাত করা হয়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনটি মিথ্যা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন