রাশিয়ার বিপক্ষেই মাঠে নামবেন সালাহ
অবশেষে বিশ্বকাপের মঞ্চে মোহাম্মদ সালাহকে দেখার অপেক্ষা হয়তো শেষ হতে যাচ্ছে সমর্থকদের। আগামী মঙ্গলবার স্বাগতিক রাশিয়ার বিপক্ষে দলের সেরা তারকা সালাহর মাঠে নামার বিষয়টি নিশ্চিত করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। ইনজুরি থেকে ফিরে পুরোপুরি ফিট হতে না পারায় উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে হারা প্রথম ম্যাচে খেলতে পারেননি সালাহ।
গত ২৬ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোসের সঙ্গে বল দখলের লড়াইয়ে ইনজুরিতে পড়েন লিভারপুলের হয়ে খেলতে নামা ইংলিশ লিগের সর্বোচ্চ গোলদাতা সালাহ। এরপর চিকিৎসকরা জানান, তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে সালাহকে। তারপরও সালাহকে বিশ্বকাপ দলে রাখে মিশর।
দ্রুত সুস্থ হয়ে উঠায় প্রথম ম্যাচে অল্প কিছুক্ষণের জন্য সালাহকে খেলানোর পরিকল্পনা ছিলো মিশরের। কিন্তু তাকে নিয়ে কোন ঝুঁকি নেয়নি কোচ হেক্টর পুকার। তিনি বলেন, ‘কিছুক্ষণ বা এক অর্ধ খেলার জন্য ফিট ছিলো সালাহ। কিন্তু তাকে নিয়ে আমরা কোন ঝুঁকি নিতে চাইনি।’
তবে উরুগুয়ের বিপক্ষে সালাহ খেলবেন বলে জানিয়েছে ইএফএ। তারা জানায়, ‘সালাহ আগের চেয়ে অনেক বেশি ফিট। তাকে পরের ম্যাচে খেলতে দেখা যাবে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন