রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার রাত পৌনে ৮টার দিকে শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান।
রাষ্ট্রপতির প্রেস উইং থেকে জানানো হয়েছে, রাষ্ট্র প্রধানের সাথে সরকার প্রধানের এটি ‘সৌজন্য সাক্ষাৎ’।
এর আগে গত ১৬ মে আবদুল হামিদের সাক্ষাৎ করতে বঙ্গভবন যান শেখ হাসিনা।
সাধারণত প্রধানমন্ত্রীর বিদেশ সফরের আগে অথবা পরে তার সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
গত ১৬ মে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উল্লেখযোগ্য সফরের মধ্যে ওই মাসে আন্তর্জাতিক আনবিক শক্তি কমিশনের ৬০ বছর পূর্তির সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী অস্ট্রিয়া যান।
পরে ওই মাসেই সৌদি আরবের রাজধানী রিয়াদে ‘অ্যারাবিক ইসলামিক আমেরিকান হিস্টোরিকাল সামিট’- যোগ দিতে দেশটিতে যান প্রধানমন্ত্রী। পরে জুন মাসে দ্বিপক্ষীয় সফরে সুইডেন যান শেখ হাসিনা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন