রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধাকে চাপা দিয়ে গেলো বাস
রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় হালিমা নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন । সকালে ৮টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মুন্সিগঞ্জ যাওয়ার জন্য মাতুয়াইল এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিল হালিমা। বরিশাল থেকে কুমিল্লাগামী উল্লাস পরিবহনের একটি বাস মাতুয়াইল এলাকায় পৌছালে সেখানে বৃদ্ধা হালিমাকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছালে বাসটির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ সাইনবোর্ড এলাকা থেকে বাস এবং চালককে আটক করে। বৃদ্ধার মরদেহ ঢাকা মেডিক্যালের ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন