রাস্তায় গণইফতারে রিয়াল তারকা বেনজেমা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/06/bezema.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
তুরস্কে রাস্তায় আয়োজিত এক গণইফতারে অংশ নিয়েছেন আলজেরিয়া বংশোদ্ভূত ফরাসি স্ট্রাইকার ও রিয়াল মাদ্রিদ তারকা করিম মোস্তফা বেনজেমা। মঙ্গলবার ইস্তাম্বুল শহরের ফাতিহ পৌর এলাকায় আফ্রিকান ফুটবলারদের সঙ্গে ইফতার করেন বেনজেমা।
স্থানীয় সরকার অফিস আয়োজিত এই ইফতারে অন্যদের মধ্যে ফাতিহ মেয়র মোস্তফা দেমির উপস্থিত ছিলেন। স্থানীয় সরকারগুলো তুরস্কের বিভিন্ন এলাকায় রাস্তায় এ ধরনের গণইফতারের আয়োজন করে থাকে। তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলেই এ ধরনের আয়োজন বেশি হয়ে থাকে।
সাধারণত পবিত্র রমজান মাসে পৌর এলাকার লোকজনের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়ানোর জন্য এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতারের আগে বেনজেমা ফাতিহ পৌর সদরদপ্তর পরিদর্শন করেন। এরপর তিনি স্থানীয় ফুটবলার জেকেরিয়া আকগুলের সঙ্গে সাক্ষাৎ করেন, যিনি নয় বছর আগে এক গাড়ি দুর্ঘটনায় পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন