রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন নেতাকর্মীরা

দলের চেয়ারপারসনকে ৫ বছরের কারাদন্ড কিছুতেই মেনে নিতে পারছেন না নেতাকর্মীরা। রায় শোনার পরপরই সিনিয়র থেকে শুরু করে সাধারণ নেতাকর্মী এমনকি অনেক সমর্থকরা কান্নায় ভেঙে পড়েন। রায় শোনার পরপরই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের বিমর্ষ দেখা যায়। আদালত চত্বরেই কান্নায় ভেঙে পড়েন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ অনেকে।

চেয়ারপারসনের প্রেস উইংয়ের দুই সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদারকে আদালতে হাইমাউ করে কাঁদতে দেখা যায়। একই চিত্র ছিল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়েও।

দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, কণ্ঠশিল্পী বেবী নাজনিন, কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলানেত্রী নিলোফার চৌধুরী মনি, বেলাল আহমেদসহ কার্যালয়ে উপস্থিত সবাই কান্নায় ভেঙে পড়েন। সংবাদ সম্মেলনেও এসেও কান্না থামাতে পারেননি রিজভী। চোখের চশমা খুলে অঝোরে কাঁদলেন রাকসুর সাবেক এ ভিপি।