রিজভীকে ১০ বোতল পানি পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী!

রুহুল কবির রিজভীর জন্য ১০ বোতল পানি পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত থেকে এক বালতি পানিও আনতে পারেননি বলে বিএনপি নেতার সমালোচনার জবাব দিতে গিয়ে এভাবেই রসিকতা করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী প্রথমে এক বালতি পানি পাঠানোর কথা বলেছিলেন। পরে একজনের পরামর্শ শুনে ১০ বোতল পানির বিষয়টি ঠিক করেন।

পশ্চিমবঙ্গ সফর নিয়ে বিএনপির সমালোচনার জবাব দিতে গিয়ে বুধবার গণভবনে করা সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গটি তোলেন প্রধানমন্ত্রী।

গত ২৫ ও ২৬ এপ্রিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভবন উদ্বোধন এবং চুরুলিয়ার কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি নিতে পশ্চিমবঙ্গ সফর করেন প্রধানমন্ত্রী।

এই সফরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গেও একান্তে বৈঠক করেন শেখ হাসিনা।

বিএনপি এই সফরের সমালোচনা করেছে নানাভাবে। বিশেষ করে তিস্তা চুক্তি নিয়ে কোনো ঘোষণা না আসার সমালোচনায় মুখর দলটি।

বিএনপির মুখপাত্র, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি সংবাদ সম্মেলনে বলেছেন, প্রধানমন্ত্রী ভারত থেকে এক বালতি পানিও আনতে পারেননি।

জবাবে শেখ হাসিনা তার সময়ে গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে বলেন, ‘ওরা তো একটা কথা বলেই যাচ্ছে। আমি নাকি এক বালতি পানিও আনতে পারিনি। আমার মনে হয় এক বালতি পানি রিজভীকে একটু পাঠায়ে দেয়া উচিত।’

সংবাদ সম্মেলনে পাশে থাকা কর্মকর্তাদের প্রধানমন্ত্রী বলেন, ‘কাউকে দায়িত্ব দাও, ওরে এক বালতি পানি একটু পাঠিয়ে দেয়া উচিত। রোজা রমজানের দিন, কাজে লাগবে।’

পাশে থাকা একজনের পরামর্শ শুনে পরে শেখ হাসিনা বলেন, ‘১০ বোতল পানি পাঠিয়ে দেব, ঠিক আছে।’

‘আমরা কিন্তু গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায় করেছি। বিএনপি তখন বলেছিল দুই বছরের কমে চুক্তি করলে তারা মানবে না। আর আমি ৩০ বছরের চুক্তি করেছি।’

খালেদা জিয়া ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর ভারত সফরের বিষয়টিও তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, ‘আজকে তারা তিস্তার পানি পানি করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল গঙ্গার পানি।’

‘খালেদা জিয়া যখন ভারতে গেল, ফিরে আসল, তখন কী বলেছিল? ‘গঙ্গার পানি? ও হো এটা বলতে তো ভুলেই গিয়েছিলাম।’ ভুলে যায়নি? ওনি ভুলে যেতেন।’

‘বিএনপির নেতাদের কি সে কথা মনে আছে যে, ওনাদের নেত্রী ভারতে গিয়ে গঙ্গার পানির ন্যায্য হিস্যা চাইতে ভুলে গিয়েছিল?’

জিয়া, খালেদা কেন ভারত গিয়েছিলেন

ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা ভারত সফরে যাচ্ছেন বলেও সমালোচনা এসেছে বিএনপির পক্ষ থেকে। একজন সাংবাদিকের এ সংক্রান্ত প্রশ্নেরও জবাব আসে সংবাদ সম্মেলনে।

প্রথমে প্রধানমন্ত্রী রসিকতা করে হেসে হেসে বলেন, ‘স্বাভাবিক, যেতেই হবে। বিএনপি তো অনেক বুঝে আর বলার দরকার কী?’

‘তারাও তো কম যায় নাই। খালেদা জিয়া কি ভারতে যায়নি? জিয়াউর রহমান কি যায়নি? জিয়া তো ক্ষমতা দখল করার দুই বছরের মধ্যেই ভারতে গিয়েছিল। ১৯৭৭ সালের ডিসেম্বরে।’

‘কেন গিয়েছিল? সেটা বিএনপি জিজ্ঞেস করেন। ক্ষমতা দখল করেই তো আগে ভারত ছুটল।’