রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/08/Kurigram-Bnp-Bikhob-News-Photo1.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব,রাকসুর সাবেক ভিপি ও কুড়িগ্রামের কৃতি সন্তাান অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে তাৎক্ষণিক প্রতিবাদ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে শহরের মোক্তারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে দাদা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম বেবু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শহিরুজ্জামান সাজু, সহ-সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, রাজশাহী নিউ ডিগ্রী কলেজের সাবেক জিএস আনিসুর রহমান ফিরোজ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক রজব আলী, যুগ্ম সম্পাদক সোহাগ, সাবেক পৌর যুবদলের সাধারণ সম্পাদক ইনসান আলী, সদর যুবদলের যুগ্ম আহবায়ক তাইজুল হক সাজু, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মহিবুল হুদা রবিন, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আরিফ হোসেন কাজল, সদর উপজেলা আহবায়ক মমিনুর রহমান মমিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সম্পাদক সাওন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, রিজভী আহমেদের মতকেন্দ্রীয় বিএনপির শীর্ষস্থানীয় নেতাকে রাজনৈতিকভাবে ঘায়েল করার ব্যর্থ চেষ্টার উদ্দেশ্যে এমন মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা দেয়া হয়েছে। অবিলম্বে হয়রানি বন্ধসহ এসব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন