রুবেলের সঙ্গে একাদশে সাব্বিরও!
মোহাম্মদ সাইফউদ্দিনের পিঠের চোটটা অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে বড় এক দুঃসংবাদ হয়ে আসলো বাংলাদেশ শিবিরে। ম্যাচটিতে ছন্দে থাকা এই পেস অলরাউন্ডারের খেলা সম্ভাবনা নেই বললেই চলে। তার জায়গায় অজিদের বিপক্ষে খেলতে দেখা যেতে পারে পেসার রুবেল হোসেনকে।
সেই সঙ্গে একাদশে দেখা যেতে পারে আরেকটি পরিবর্তন। আর স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের স্থলাভিষিক্ত হচ্ছেন হার্ডহিটার সাব্বির রহমান। তাই হলে এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো ম্যাচ খেলা হবে রুবেল ও সাব্বিরের।
বিশ্বকাপের আগে থেকেই সাইফউদ্দিনের পিঠে ব্যথা ছিল। পুরোপুরি ফিটনেস ফিরে পাচ্ছিলেন না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার চোটটা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। বুধবার অনুশীলনে পর্যন্ত আসেননি সাইফ। অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে তার না থাকার সম্ভাবনাই বেশি। সেই শূন্যস্থান পূরণে দলে ঢুকবেন রুবেল।
ফিট নন মোসাদ্দেক হোসেন সৈকতও। উইন্ডিজের সঙ্গে ডাইভ দিতে গিয়ে কাঁধে চোট পেয়েছেন তিনি। তাকে নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়ায় কপাল খুলতে পারে সাব্বিরের। এবারের বিশ্বকাপে একটি ম্যাচও খেলা হয়নি এই লেগস্পিন অলরাউন্ডারের।
তবে সাইফউদ্দিন ও মোসাদ্দেকের ন্যূনতম খেলার মতো অবস্থায় থাকলে উইনিং কম্বিনেশনই ধরে রাখতে পারে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), লিটন দাস, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত/সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন/রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক) ও মুস্তাফিজুর রহমান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন