রেকর্ড উচ্চতায় সোনার দাম, প্রভাব পড়বে বাংলাদেশেও!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপের কারণে ক্রমশই দুর্বল হয়ে পড়ছে ডলারের দাম। আর এর প্রভাবে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সোমবার মূল্যবান এই ধাতুটির দামে নতুন রেকর্ড হয়েছে। প্রতি আউন্স সোনার দাম এখন ৩,৩৮৪ ডলার।

ইস্টার সানডের ছুটির জন্য বাজার সীমিত ছিল এক সপ্তাহ। তবে বাণিজ্য যুদ্ধের প্রভাবে চরম পর্যায়ে পৌঁছেছে সোনার দাম। বিশেষ করে চীনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ এই পরিস্থিতির অন্যতম কারণ বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বের বাকি অংশে ১০ শতাংশ শুল্ক আরোপ হলেও চীনের অনেক পণ্য ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্কের মুখোমুখি হয়েছে। জবাবে চীনও মার্কিন পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে।

এমন পরিস্থিতিতে ট্রাম্প বৃহস্পতিবার বলেছিলেন, যুক্তরাষ্ট্র শুল্ক নিয়ে চীনের সঙ্গে আলোচনা করছে এবং তিক্ত বাণিজ্য যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তির বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন তিনি।

মার্কিন বিনিয়োগ ব্যাংকার জেরোম পাওয়েলের সঙ্গে ট্রাম্পের তিক্ত সম্পর্কও এই স্থবিরতার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যাংকের স্বাধীনতার প্রসঙ্গে গত সপ্তাহে পাওয়েলকে সতর্ক করে দিয়েছিলেন ট্রাম্প।

ঋণের ওপর খরচ কমানোর জন্য তাকে আহ্বান জানান ট্রাম্প। জেরোম পাওয়েলের বিষয়ে তিনি বলেন, ‘আমি যদি তাকে বের করতে চাই, তাহলে সে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসবে, বিশ্বাস করুন।’

তবে পাওয়েল জানিয়েছেন, এত তাড়াতাড়ি পদত্যাগ করার কোনো পরিকল্পনা তার নেই। তিনি আর্থিক নীতির ওপর ব্যাংকের স্বাধীনতাকে ‘আইনের বিষয়’ বলে মনে করেন।

সাম্প্রতিক মুদ্রা তথ্য বলছে, সেরা পারফরমারদের মধ্যে ইয়েন ও ইউরোসহ ডলার তার প্রধান সমকক্ষের বিপরীতে পড়ে গেছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পকে দুষছেন বিশ্বের অনেক নেতা। ফরাসি অর্থমন্ত্রী এরিক লোমবার্ড বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্প শুল্ক নিয়ে তার আক্রমণাত্মক পদক্ষেপের মাধ্যমে ডলারের বিশ্বাসযোগ্যতাকে আঘাত করেছেন।’

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘যদি পাওয়েলকে বাইরে ঠেলে দেওয়া হয়, বন্ড মার্কেটের উন্নয়নের সঙ্গে এই বিশ্বাসযোগ্যতা আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে।’

এদিকে বিশ্ব অর্থনীতির ঘূর্ণায়মান উদ্বেগের কারণে চাহিদার আশঙ্কায় কমেছে তেলের দাম। এতে দরপতন ঘটেছে ইয়েনের। তবে সাংহাই, সিউল, সিঙ্গাপুর, ম্যানিলা ও জাকার্তার বাজার উর্ধ্বমুখী।

এমন পরিস্থিতিতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বাংলাদেশের সোনার বাজারে। সাম্প্রতিক সময়ে কয়েক দফায় বেড়েছে মূল্যবান এই ধাতুটির দাম।

এক সপ্তাহের ব্যবধানে সোনার দাম ৫,৬৫৭ টাকা বেড়েছে। সর্বশেষ গত শনিবার ভরি প্রতি সোনার দাম ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা কার্যকর হয়েছে রোববার থেকে।

এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ২৩ বার সোনার দাম সমন্বয় করলো বাজুস। এর মধ্যে ১৭ বারই দাম বাড়ানো হয়েছে। এছাড়া দাম কমানো হয়েছে মাত্র ৬ বার। তবে বিশ্ব বাজারে চড়া মূল্যের কারণে মূল্যবান এই ধাতুটির দাম বাংলাদেশে আরও বাড়ার শঙ্কা রয়েছে।
সূত্র: এনডিটিভি