রেলের টিকিট চেকিং ব্যবস্থায় পজ মেশিন যুক্ত হচ্ছে
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/02/IMG_20230215_123545.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
আগামী ১ মার্চ থেকে রেলের টিকিট চেকিং ব্যবস্থায় পজ (POS) মেশিন যুক্ত হচ্ছে। এছাড়া জাতীয় পরিচয় পত্র যাচাইয়ের মাধ্যমে চালু হচ্ছে ট্রেনের টিকেটের ব্যবস্থাও।
এছাড়াও আগামীকাল ১৬ ফেব্রুয়ারি থেকে জাতীয়পত্র দিয়ে যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের সিস্টেমে নিবন্ধন করতে পারবেন। অনলাইনে ক্রয় করা টিকিট অনলাইনে রিফান্ড ব্যবস্থা করার কার্যক্রমও শুরু হবে মার্চ থেকে।
বুধবার সকালে রেলভবনের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
এ সময় রেলমন্ত্রী জানান, প্রাথমিকভাবে ১০০টি পজ মেশিনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে। এই মেশিনের মাধ্যমে যাত্রীদের দ্রুততম সময়ের মধ্যে অনলাইন ও অফলাইনে টিকেট প্রদান সম্ভব হবে।
যাত্রীর জাতীয় পরিচয় পত্রের সাথে টিকেটে মুদ্রিত তথ্য না মিললে বিনা টিকেটের ভ্রমণের দায়ে যাত্রীকে অভিযুক্ত করা হবে বলেও জানান রেলমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবীর, মো. কামরুল আহসানসহ অন্যরা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন