রেলের ভাড়া বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই, বিষয়টি সম্পূর্ণ গুজব: রেলমন্ত্রী
জুলাই মাসের এক তারিখ থেকে রেলের ভাড়া বৃদ্ধি করা হবে নানা মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ে। তবে রেলের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম।
ঈদের আগে আগামী এপ্রিল থেকে রেলের ভাড়া বাড়ছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। ওই সংবাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, ঈদের আগে কেন নিকট ভবিষ্যতেও রেলের ভাড়া বাড়বে না।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘মহাপরিচালক কি সিদ্ধান্ত দেয়ার মালিক? কখনো ভাড়া বাড়ানোর প্রয়োজন হলে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে সাধারণ মানুষকে জানিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’
তবে রেলের রেয়াত পদ্ধতি বাতিলের ব্যাপারে আলোচনা করা হচ্ছে। ক্ষতি পুষিয়ে নিতে রেয়াতের বিষয়টি নিয়ে আলোচনা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন