রোহিঙ্গা ইস্যুতে সু চিকে কানাডা প্রধানমন্ত্রীর চাপ


মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধে দেশটির ক্ষমতাসীন দলের নেত্রী ও স্টেট কাউন্সিলর অং সান সু চি’র উপর চাপ প্রয়োগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার ভিয়েতনামে অ্যাপেক সম্মেলনের ফাঁকে সু চি’র সঙ্গে বৈঠকে ট্রুডো এ বিষয়ে জোর দেন।
এসময় উপস্থিত ছিলেন কানাডার বিশেষ দূত বব রে।
বৈঠকে কানাডার প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া এবং জাতিসংঘের প্রাক্তন মহাসচিব কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে আন্তরিক ইচ্ছার কথাও সু চির কাছে ব্যক্ত করেছেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন