রোহিঙ্গা ক্যাম্পের পাশে বস্তাবন্দী লাশ উদ্ধার
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাশ থেকে বস্তাবন্দী ক্ষতবিক্ষত এক লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে এই লাশ উদ্ধার করে উখিয়া থানা পুলিশ।
উখিয়া থানা পুলিশের উপ -পুলিশ পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ লাশটির বিভিন্ন অংশ উদ্ধার করে।
স্থানীয়রা বলছে, লাশটি বিকেল সাড়ে ৫টার দিকে তেলীপাড়া লাগোয়া কুতুপালং রোহিঙ্গা বস্তির পশ্চিম দিক থেকে পূর্ব -দক্ষিণের দিকে ভেসে আসে।
উখিয়া থানায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, লাশটির পরিচয় সনাক্ত করা যায়নি। তবে পুলিশের ধারণা করছে এটি কোন রোহিঙ্গার মৃতদেহ হতে পারে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন