রোহিঙ্গা নিধন বন্ধে পিটিশন
মিয়ানমারে রোহিঙ্গা জাতি নিধন বন্ধে একটি পিটিশানে স্বাক্ষর করতে বিশ্ববাসীকে আহবান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এতে বর্তমান রোহিঙ্গা পরিস্থিতি সম্পর্কে বর্ণনা দিয়ে, মিয়ানমার পরিকল্পিত ও ইচ্ছাকৃতভাবে এটি ঘটাচ্ছে বলে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, এ মুহুর্তে এটি বিশ্বের সবচেয়ে দ্রুত সৃষ্ট শরণার্থী সমস্যা এবং সুস্পষ্টভাবে এটি জাতিগত নিধন।
এ পিটিশানের মাধ্যমে রোহিঙ্গাদের ওপর ‘জাতিগত নিধন’ চালানো বন্ধ করতে দাবী জানানো হয়েছে মিয়ানমারের সেনাবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল মিন অং হ্লাইং’র প্রতি। বিশ্ববাসীর স্বাক্ষরিত পিটিসানটি জেনারেল মিনের কাছে পাঠানো হবে এবং এ জাতিগত নিধন বন্ধ না হওয়া পর্যন্ত তার কাছে বিশ্বের মানুষের স্বাক্ষরিত এ পিটিসান পাঠানো অব্যাহত থাকবে।
পিটিশানটিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আরও বলে, আমরা নিশ্চিত হয়েছি যে, রোহিঙ্গাদের ৮০ বসতি পুড়িয়ে দিয়েছে মিয়ানমার বাহিনী ও উগ্রবাদী জনতা। এমন কি পুরো গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছে।
২৫ আগস্ট থেকে এ পর্যন্ত প্রায় ৪ লাখ ৮০ হাজার রোহিঙ্গা পাশবর্তী বাংলাদেশে পালিয়ে গেছে। এদের মধ্যে ৮০ ভাগ নারী ও শিশু, যাদের অধিকাংশই জখমকৃত।
এতে আরও বলা হয়, রোহিঙ্গাদের উচ্ছেদ করার জন্য নিরাপত্তা বাহিনী শুধু সহিংসতাই চালাচ্ছে না, বেপরোয়াভাবে মানুষকে গুলি করে হত্যা করছে। এই জাতিগত নিধন মানবতাবিরোধী অপরাধের সমপর্যায়ের।
অবিলম্বে জাতিগত নিধনের সামরিক অভিযান বন্ধ করা হোক এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জাতিসংঘ প্রতিনিধি, সংবাদকর্মী, মানবাধিকার কর্মীকে রাখাইনে যেতে দিতে হবে এবং সেখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে দাবী জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন