রোহিঙ্গা শিশুরা ডায়রিয়া ও কলেরার ঝুঁকিতে : ইউনিসেফ
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গারা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। বিশেষ করে রোহিঙ্গা শিশুরা তীব্র অপুষ্টিতে ভুগছে। আশ্রয় নেওয়া শিশুরা ডায়রিয়া ও কলেরায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে।
শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউনিসেফ রোহিঙ্গাদের স্বাস্থ্যগত দিক তুলে ধরে।
ইউনিসেফের তথ্যমতে, ২৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত কক্সবাজারে আসা নতুন রোহিঙ্গাদের সংখ্যা ৫ লাখ ১৫ হাজার। কিন্তু এদের জন্য কোনো পরিকল্পিত আবাস নেই। নতুন করে তৈরি হওয়া অস্থায়ী আবাসে ২ লাখ ২৫ হাজার রোহিঙ্গা উঠেছে। তবে এখনো
অবকাঠামোসহ পানি, স্যানিটেশন সমস্যা রয়েছে। পালিয়ে আসা নতুন রোহিঙ্গাদের মধ্যে ৬০ শতাংশই শিশু। এদের মধ্যে আবার ৩০ শতাংশ শিশুর বয়স পাঁচ বছরের নিচে।
ডায়রিয়া ও কলেরার ঝুঁকি বাড়ছে উল্লেখ করে ইউনিসেফ জানায়, গত সপ্তাহে ৫ হাজার ১১ জনের ডায়রিয়া শনাক্ত হয়েছে। ২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত নতুন পুরোনো বসতি মিলিয়ে ৩০০ টিউবওয়েল এবং তিন হাজার টয়লেট তৈরি করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন