রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে মালয়েশীয় বিমান চট্টগ্রামে
বাংলাদেশে আশ্রয় নেওয়া দুর্দশাগ্রস্ত রোহিঙ্গাদের জন্য ১২ টন ত্রাণ সহায়তা নিয়ে একটি মালয়েশীয় কার্গো বিমান চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছেছে।
শনিবার রাতে এ-৪০০ অস নামের কার্গো বিমানটি চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছলে বাংলাদেশ সরকারের পক্ষে ত্রাণ সামগ্রী গ্রহণ করতে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বিমানবন্দরে উপস্থিত হন।
শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ম্যানেজার উইং কমান্ডার রিয়াজ উদ্দিন মালয়েশীয় ত্রাণ সহায়তা নিয়ে কার্গো বিমান চট্টগ্রামে পৌঁছানোর সত্যতা নিশ্চিত করে বলেন, বিমানটিতে বিভিন্ন ধরনের ১২ টন ত্রাণ সামগ্রী রয়েছে। ত্রাণ সমূহের মধ্যে রয়েছে গুঁড়ো দুধ, খেজুর, চাল, বিস্কুট, কাপড়, বিশুদ্ধ পানি ও সাবান।
চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, মালয়েশিয়া থেকে আসা খাদ্যসহ ১৪ রকমের ত্রাণ সামগ্রী আমরা বুঝে পেয়েছি। কাস্টমস প্রক্রিয়া শেষ হওয়ার পর এই ত্রাণ আজ রোববার কক্সবাজারের জেলা প্রশাসকের কাছে পাঠিয়ে দেওয়া হবে। এরপর কক্সবাজার জেলা প্রশাসন এসব ত্রাণ সামগ্রী বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের মধ্যে বিতরণ করবেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন