‘রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে’

রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে। পরিবেশ, স্থানীয় ও পর্যটন শিল্পের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। যা ভবিষ্যতে আরো বাড়বে। এসব কথা বলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
রোববার বিকালে গুলশানে রাজধানীর একটি হোটেলে গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট-দ্য ওয়ে ফরোয়ার্ড ফর বাংলাদেশ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের উপর চাপ জোরদার করতে বৃটিশ সরকারের প্রতি আহ্বান জানান এইচ টি ইমাম।
সেমিনারে যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ এশিয়া প্যাসিফিক অঞ্চল বিষয়ক মন্ত্রী বলেন, বাংলাদেশে গণতন্ত্রের চর্চা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং স্বাধীন গণমাধ্যম দেখতে চায় যুক্তরাজ্য।
এর প্রেক্ষিতে এইচ টি ইমাম বলেন, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন করা কমিশনের জন্য কঠিন হলেও সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সহায়তায় শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















