লন্ডন-প্যারিস-বার্সেলোনা, এই তিন জঙ্গি হামলা থেকে বাঁচলেন যিনি!
একেই বলে ভাগ্য। গত কয়েকমাস ধরে জীবনটা যেন পালিয়ে পালিয়েই বাঁচছে তার।
মেলবোর্নের বাসিন্দা ২৬ বছরের জুলিয়া মোনাকো। প্রথমে লন্ডন, তারপর প্যারিস, আর এবার বার্সেলোনা। পর পর তিনবার জঙ্গি হামলা থেকে ভাগ্যের জোরে বাঁচলেন এই যুবতী।
লন্ডন ব্রিজে তিন আততায়ী যখন ছুরি নিয়ে হামলা চালায়, তখন জুলিয়া আটকে পড়েছিলেন সেখানে। এরপর প্যারিসে জঙ্গি হামলার সময়ও সেখানে আটকে পড়েছিলেন তিনি। শেষমেশ স্পেনের বার্সেলোনায় ভ্যান হামলার সময় একটি দোকানের মধ্যে আটকে পড়েন তিনি।
মোনাকো বলেছেন, “মুহূ্র্তের মধ্যে চারদিকে আর্ত চিতকার আর রক্ত। প্রাণভয়ে যে যেদিকে পারছে ছুটছে। এরমধ্যেই আমি কোনওরকমে একটা দোকানের মধ্যে ঢুকে পড়ি। দোকানের টেবিলের কাপড়ের আড়ালে লুকিয়ে ছিলাম আমরা কয়েকজন। প্রাণে বেঁচে যাই। ”
পর পর তিনবার জঙ্গি হামলার আতঙ্ক। তবে সেসব কাটিয়ে ফের স্বাভাবিক জীবনের ছন্দে ফিরছেন বলেও জানিয়েছেন মোনাকো।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন