লন্ডনে এসিড হামলায় দগ্ধ ৬
লন্ডনের পূর্বাঞ্চলীয় স্ট্রেটফোর্ডে এসিড হামলায় ৬ জন দগ্ধ হয়েছে। হামলার পরপরই ওয়েস্টফিল্ডের বিপরীতে স্ট্রেটফোর্ড সেন্টার থেকে পুলিশের সাহায্য চাওয়া হয়। ওই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। খবর বিবিসির।
দু’পক্ষের মধ্যে ঝগড়া বিবাদকে কেন্দ্র করেই ওই হামলার ঘটনা ঘটেছে। দগ্ধদের ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন অ্যাম্বুলেন্সের কর্মীরা। এদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসিড হামলার ঘটনায় ১৫ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তবে আহতদের কারো শারীরিক অবস্থা জটিল নয় বলে জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একদল লোকের মধ্যে ঝগড়া শুরু হয়েছিল। বার্গার কিংয়ের সহকারী ব্যবস্থাপক হোসেন জানিয়েছেন, এসিডে দগ্ধ একজনকে তিনি ফাস্ট ফুড দোকানের ভেতরে ঢুকে মুখ পরিস্কার করতে দেখেছেন। তার মুখে এসিড ছুড়ে মারা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন