লন্ডনে ফের ভবনে আগুন, আটকা পড়েছে বাংলাদেশিরা
আগুন যেন লন্ডনের পিছু ছাড়ছে না। গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পূর্ব লন্ডনের একটি চারতলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্য সান অনলাইন এ খবর দিয়েছে।
এদিকে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন জানাচ্ছে ওই ভবনটিতে কয়েকজন বাংলাদেশি আটকা পড়েছেন।
৭০ জনের বেশি অগ্নিযোদ্ধা ভবনটিতে আগুন নেভাতে চেষ্টা করছে। ফায়ার সার্ভিসের দশটি ইউনিট সেখানে পাঠানো হয়েছে। ভবনটির তৃতীয় তলায় জানালা দিয়ে আগুনের লেলিহান শিখা বের হতে দেখা গেছে।
লন্ডনের ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে তৃতীয় তলায় সূত্রপাত হওয়া আগুন উপরের তলাতেই ছড়িয়ে পড়ে। আগুন নেভানো ও বাসিন্দাদের সরিয়ে নেবার চেষ্টা চলছে।
এর আগে, লন্ডনে গ্রেনফেল টাওয়ারের আগুনে পুড়ে ৭৯ জন মারা যান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন