লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিএনপির হামলা
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। বুধবার লন্ডনের স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ হামলা চালানো হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করেন।
খালেদার দুর্নীতির মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় সময় বুধবার দুপুর থেকেই বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করতে থাকেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। খালেদার পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।
বিক্ষোভের এক পর্যায়ে কয়েকজন কর্মী পুলিশি বাধা উপেক্ষা করে হাইকমিশনের ভেতরে প্রবেশ করেন। হাইকমিশনের ভেতরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করেন তারা এবং কয়েকটি চেয়ারও ভাঙচুর করেন।
এ ঘটনায় পুলিশ যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করেছে বলে সূত্রে জানা গেছে। এ ছাড়া হামলার সময় বিএনপির নেতাকর্মীদের হাতে হাইকমিশনের একজন কর্মী লাঞ্ছিত হয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন