লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে চবিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে র্যালির লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে শাটল ট্রেনভিত্তিক সংগঠন ভিএক্স ও সিক্সটি নাইনের কর্মীদের মধ্যে ঘটনার সূত্রপাত হয়। পরে দু’পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া সোহরাওয়ার্দী হল পর্যন্ত গড়ায়।
আহত দুই ছাত্রলীগকর্মী হলেন- প্রাণিবিদ্যা বিভাগের সাইফ মাহমুদ ও গণিত বিভাগের নাজমুল সামির।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার আয়োজন করে ছাত্রলীগ। সেখানে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে ভিএক্স গ্রুপের ছাত্রলীগ নেতা বিপুল এবং সিক্সটি নাইন গ্রুপের মনসুর আলমের অনুসারীদের মধ্যে হাতাহাতি শুরু হয়।
হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, দু’পক্ষের মধ্যে সমস্যা হয়েছিল, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন