লাইভ অনুষ্ঠানে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, ক্যামেরা ভাঙচুর
ভোলার লালমোহন উপজেলায় বিএনপি ও আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় দুটি মোটরসাইকেল ভাঙচুর ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার কাজী এমদাদ, ভোলা প্রতিনিধি হারুন অর রশিদ, ক্যামেরাপারসন হাবিব ও গাড়িচালক তরিকরে লাঞ্ছিত করা হয়েছে।
শনিবার দুপুর ২টার দিকে লালমোহন উপজেলার নাঙ্গলখালী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও চ্যানেল আইয়ের ভোলা প্রতিনিধি হারুন অর রশিদ জানান, চ্যানেল আইয়ের একটি টিম নাঙ্গলখালী এলাকায় ভোলা-৩ আসনে বিএনপির প্রার্থী মেজর হাফিজ উদ্দিন আহমেদের বাড়ির পাশে লাইভ করছিল।
এ সময় লাইভ অনুষ্ঠানের পাশেই আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রচার কাজ চালাচ্ছিল। এতে বাধা দিতে যায় বিএনপি নেতাকর্মীরা। এ সময় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। ফলে দুই পক্ষের অন্তত ৫০ জন আহত হন।
ঘটনাস্থল থেকে বের হওয়ার সময় আমাদের লাঞ্ছিত করা হয়। এ সময় ক্যামেরা ও বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে ছিনিয়ে নিয়ে বিএনপির নেতাকর্মীরা।
লালমোহন থানা পুলিশের ওসি মীর খায়রুল কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন