লাফিয়ে পড়ে স্বামীর মৃত্যু; স্ত্রী নিখোঁজ
রাজধানীতে আবারও আগুন। আবারও সাধারণ মানুষের করুণ মৃত্যু। অভিজাত এলাকা হিসেবে পরিচিত বনানীর এফ আর টাওয়ার নামের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৭জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যে সংখ্যা আরও বাড়তে পারে। এই হতভাগ্য ৭জনের মধ্যে একজন ট্রাভেল এজেন্সিতে কর্মরত মাকসুদুর রহমান (৩৫)। একই ভবনে থাকা তার স্ত্রী রুমকির (২৮) কোনো খোঁজ পাওয়া যায়নি।
ভয়াবহ এই আগুনে পুরো ভবনটিই পুড়ে গেছে। ভেতরে অনেক লাশ থাকার সম্ভাবনার কথা বলছে উদ্ধারকর্মীরা। আগুন লাগার পর অনেককেই দেখা যায় বিভিন্ন কেবল (তার) ধরে নিচে আসতে এবং লাফিয়ে পড়তে। তাদের মধ্যে একজন মাকসুদুর। তিনি ওই ভবন থেকে লাফিয়ে পড়েন। কিন্তু বাঁচতে পারেননি। ওই ভবনে একই অফিসে চাকরি করা তার স্ত্রী রুমকি বেঁচে আছেন কিনা সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
মাকসুদুরের খালতো ভাই ইমতিয়াজ সাংবাদিকদের বলেন, তারা পুরান ঢাকার বাসিন্দা। পরিবারের একমাত্র ছেলে মাকসুদুর। বাবা মারা গেছেন ছোট বেলায়। স্বামী-স্ত্রী একই অফিসে চাকরি করতেন। সম্প্রতি মাকে নিয়ে নতুন কেনা ফ্ল্যাটে ওঠার কথা ছিল। কিন্তু এখন সবই শেষ!
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন