লালমনিরহাট-১ আসনের সাবেক এমপি হাসানুজ্জামান আর নেই
লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য, ব্যবসায়ী ও সমাজসেবক হাসানুজ্জামান হাসান (৬৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ১১টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি…রাজিউন)।
হাসানুজ্জামান হাসান পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মৃত কবির উদ্দিনের ছেলে।
তিনি ১৯৯৬ সালে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন