লালমনিরহাটে আতাউর রহমান প্রধানসহ ৮ জনের মনোনয়নপত্র বাতিল

লালমনিরহাট জেলার ৩টি নির্বাচনী আসনে যাচাই বাছাই শেষে ৮ জনের মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ। বাতিলকৃতদের মধ্যে লালমনিরহাট-১ আসনে সোনালী ব্যাংকের সাবেক এমডি স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধান, আমজাদ হোসেন তাজু ও আব্দুল বাকী।

লালমনিরহাট-২ আসনে আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েস ফারুকের মা হালিমা বেগম, লালমনিরহাট-৩ আসনে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্করসহ ৮ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তবে লালমনিরহাট-১ আসনে আওয়ামীলীগের প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি, লালমনিরহাট-২ আসনে সমাজকল্যাণমন্ত্রী নূরুজ্জামান আহমেদ ও লালমনিরহাট-৩ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট মতিয়ার রহমানের মনোনয়নপত্র ও জাপার তিন প্রার্থী হাবিবুর রহমান বসুনিয়া, প্রকৌশলী দেলওয়ার হোসেন রংপুরী ও জাহিদ হাসান লিমনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে।

লালমনিরহাট জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।