লালমনিরহাটে পণ্যবাহী ভটভটি উল্টে ব্যবসায়ী নিহত
লালমনিরহাটের পাটগ্রামে ভটভটি উল্টে সোফিয়ার রহমান (৫৫) নামের এক কাচাঁমাল ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২এপ্রিল) সকাল ৮টায় উপজেলার আলাউদ্দীন নগর এলাকার শিমুলতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সফিয়ার রহমান পাটগ্রামের বাউরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের জমগ্রাম চাউলাতি পাড়ার মৃত মোহর উদ্দিন মিয়ার ছেলে। তিনি উপজেলার বাউরা বাজারের একজন কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে কাঁচামাল কেনার জন্য লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক হয়ে বাউরা থেকে ভটভটিতে করে পাটগ্রাম পৌর বাজারে যাচ্ছিলেন সফিয়ার। পথে উপজেলার আলাউদ্দীন নগর এলাকার শিমুলতলায় ভটভটিটি উল্টে যায়। এতে আহত হন তিনি।
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেয়ার পথে সফিয়ারের মৃত্যু হয়। তার মরদেহ নিজ বাড়িতে নেয়া হয়েছে বলে জানিয়েছে পরিবার।বাউরা ইউপি চেয়ারম্যান দুলাল বসুনিয়া সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন