লালমনিরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ
লালমনিরহাটের হাতীবান্ধায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ নূরল আমিন সরকারের সভাপতিতে নিজ দপ্তরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিখি ছিলেন, ইউএনও সামিউল আমিন।
আরো বক্তব্য রাখেন, হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সাধারণ সম্পাদক নূরল হক, মিলনবাজার মোজাম্মেল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, গড্ডিমারী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রমজান আলী, স্বেচ্ছাসেবী নূরল আমিন প্রমুখ। আলোচনা শেষে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় নাগরিকদের কৌশল আয়ত্বে এক মহড়া অনুষ্ঠিত হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন