লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নারীর মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/02/electricity-death-বিদ্যুৎস্পৃষ্টে-মৃত্যু-1.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুই নারীর মৃত্যু হয়েছে।
শক্রবার (৬ অক্টোবর) বিকালে উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের দক্ষিণ ঘনেশ্যাম টেপাটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, তুষভান্ডার ইউনিয়নের দক্ষিণ ঘনেশ্যাম টেপাটারী এলাকার বাবলু মিয়ার স্ত্রী ফিরোজা বেগম (৪২) ও একাব্বর মিয়ার স্ত্রী নিলুফা বেগম (৩৮)।
স্থানীয় সূত্র জানায়, বাবলু মিয়া ও একাব্বর মিয়া উভয়ে আপন সহোদর ভাই। তারা একই বাড়িতে বসবাস করে আসছে। দুপুরে বাবলু মিয়ার স্ত্রী ফিরোজা বেগম গোসল করতে গেলে গোসলখানার টিনের বেঁড়ায় থেকে বিদ্যুতের শর্ট পেয়ে তিনি গোসলখানায় পড়ে যান।
এ অবস্থা দেখে নিলুফা এগিয়ে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করলে তিনিও বিদ্যুতের শর্ট খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
প্রতিবেশী ওসমান গনি জানান, আহত দুজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের
দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন