লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী নারী মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/01/download-10.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
লালমনিরহাটের কালীগঞ্জে নিজের পোষা ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী জামিলা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার শ্রুতিধর এলাকায় এ ঘটনা ঘটে। জমিলা বেগম ওই এলাকার ওসমান গনির স্ত্রী।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, জমিলা বেগম বাড়ির পাশের রেললাইনে নিজের পোষা দু’টি ছাগলকে ঘাস খাওয়াচ্ছিলেন। এসময় লালমনিরহাটের দিক থেকে একটি ট্রেন আসতে দেখে রেললাইনের ওপরে থাকা একটি ছাগলকে বাঁচাতে এগিয়ে যান। লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী কমিউটার ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী বলেন, পরিবারের আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন