লালমনিরহাটের পাটগ্রামে বিজিবির সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ভেরভেরিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তে হত্যা রোধ, অবৈধ চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ রোধসহ সীমান্ত এলাকায় নানা ধরনের অপরাধমূলক কার্যকলাপ বন্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১লা মে) সকালে তিস্তা ব্যাটালিয়ন-২(৬১ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম পিএসসির সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন ওসি ওমর ফারুক, জগতবেড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা সোহেল প্রমুখ। উক্ত সভায় ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ অংশ নেয়।
তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) অধিনায়ক বলেন, সীমান্ত হত্যা রোধ এবং অবৈধ চোরাচালান বন্ধ বিজিবির একার পক্ষে কষ্টসাধ্য। এ ব্যাপারে সকলকে একযোগে কাজ করতে হবে।সীমান্ত হত্যা রোধ, অবৈধ চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সকলকে এগিয়ে আসলেই সীমান্ত হত্যা শূন্যের কোটায় নেমে আসবে এবং চোরাচালান প্রতিরোধ করা সম্ভব হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন