লালমনিরহাটের মোতাহারের মনোনয়ন চুড়ান্ত আদর্শ পরিবারের মিস্টি বিতরণ

লালমনিরহাট-১(হাতীবান্ধা -পাটগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের মনোনয়ন চুড়ান্ত হওয়ার ঘোষনায় মিস্টি বিতরণ করেছে আদর্শ উচ্চ বিদ্যালয় পরিবার।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী আলতাব হোসেন ও প্রধান শিক্ষক আব্দুস ছোবাহান হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চুকে মিস্টিমুখ করে আনন্দ উদযাপন শুরু হয়। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী আলতাব হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, মহিলা কলেজ অধ্যক্ষ মোতাহার হোসেন লাভলু, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছোবাহান প্রমুখ। আলোচনা শেষে অতিথি ও অত্র বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারীদের মিষ্টিমুখ করানো হয়। এছাড়াও হাতীবান্ধা শহর আনন্দ মিছিল করেছেন স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীবৃন্দ।