হাতীবান্ধায় স্বতন্ত্রপ্রার্থীর প্রচারণায় বাঁধা; ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী বাজার এলাকায় নির্বাচনীয় কার্যালয় উদ্বোধন করতে গেলে প্রচারণায় বাঁধা ও হামলার শিকার হন স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধান। এধরনের অভিযোগ দৃষ্টিতে আসার সঙ্গে সঙ্গে গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন ১৬, লালমনিরহাট-১ (হাতীবান্ধা -পাটগ্রাম) আসনের নির্বাচন অনুসন্ধান টীমের চেয়ারম্যান ও লালমনিরহাট ১ম আদালতের যুগ্ন জেলা ও দায়রা জজ মো. এরশাদ আলী।

তিনি এক নোটিশের মাধ্যমে আগামী শনিবার (২৩ ডিসেম্বর) এ বিষয়ে কারণ দর্শানো নোটিশ দিয়ে স্ব- শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৯১ (ক) এর ৫(ক) অনুচ্ছেদের ক্ষমতাবলে নির্দেশ প্রদান করেন।

এ প্রসঙ্গে গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানের প্রচারণার সময় হামলার ঘটনায় আমার কোন লোকজন জড়িত নয়। আর আমি এ সময় নির্বাচনী কাজে গণসংযোগ করতে দোয়ানী এলাকায় ছিলাম।