লালমনিরহাটের হাতীবান্ধায় হেলথ এন্ড মেডিকেয়ার ক্লিনিকের উদ্বোধন
স্বাস্থ্যসেবা মানুষের দোর গোড়ায় পৌঁছানোর লক্ষ্যে লালমনিরহাটের হাতীবান্ধায় হেলথ এন্ড মেডিকেয়ার নামের একটি ক্লিনিক কার্যক্রম শুরু করেছে।
শনিবার বিকেলে বিশিষ্ট শিক্ষাবিদ হাতীবান্ধা এসএস উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব আমিনুর রহমান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন ষোষনা করেন।
অনুষ্ঠানে শিংগীমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, পাটগ্রাম খাদ্য কর্মকর্তা তফিউজ্জামান জুয়েল, হেলথ এন্ড মেডিকেয়ারে চেয়ারম্যান ডা: তফিক আল আমিন,ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলামসহ স্থানীয় সাংবাদিক ও সুধীজন অংশ নেয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন